ঢাকা, সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ পুলিশ কর্মকর্তা
ভারতের নিষেধাজ্ঞায় উদ্বিগ্ন আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ীরা
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি নিহত ছাত্রদল নেতা নয়নের পরিবারের দায়িত্ব নিল
পঞ্চগড়ের বোদায় ৩১ শয্যার জনবলে চলছে ৫০ শয্যার হাসপাতাল
চট্টগ্রাম প্রবাসী ক্লাবের বর্ধিত সভা
পাঁচবিবিতে ধুরইল আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলে পুরস্কার বিতরণ
মিরপুরের বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে
রাজধানীতে ৭০৪ জন আনসার-ভিডিপি সদস্যকে নিয়ে টিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু
এলজিইডির প্রকল্পের টাকায় স্ত্রীকে গাড়ি-বাড়ি কিনে দিচ্ছেন পরিচালক
মিরপুরের বস্তিতে আগুন
খুলনায় যানজটমুক্ত নগরী গড়তে ইজিবাইক চালকদের প্রশিক্ষণ
আ.লীগ কেন্দ্রীয় কার্যালয় এলাকায় মিছিলের চেষ্টা, ১১ নেতাকর্মী আটক
জলঢাকায় কিশোরীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
তানোরে লাশ উদ্ধারের ঘটনায় ৬ জনের নামে হত্যা মামলা গ্রেপ্তার ৩ জনকে জেল হাজতে প্রেরন
কোরবানির ঈদকে সামনে রেখে আমিন বাজার ল্যান্ডফিল আকস্মিক পরিদর্শন করেন ডিএনসিসি প্রশাসক

পিরোজপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলায় প্রক্টরসহ আহত ৩ , আটক ১

পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ব্যানার নিয়ে শহীদ বেদীতে ফুল দিতে গেলে শ্রমিক দলের নেতাকর্মীদের সঙ্গে বাদানুবাদ হয়। পরে এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ঘটনাটি ঘটে। এ ঘটনায় থানায় একটি মামলা হয় এবং একজনকে আটক করা হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মুশাহিদ হোসেন তালুকদার বলেন, ” সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে এ হামলার ঘটনা ঘটে।”

পিরোজপুর থানা সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শহীদুল ইসলাম বাদী হয়ে সদর থানায় ২০ – ৩০ অজ্ঞাত পরিচয় ব্যাক্তিকে আসামি করে একটি মামলা করেন। পরে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালায়। এ সময় পুলিশ একজনকে আটক করে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান জানান, আসামি গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পিরোজপুর শহরের বলেশ্বর নদীর তীরে শহীদ বেদীতে সকালে ব্যানার নিয়ে ফুল দিতে যান পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় তাঁদের বিশ্ববিদ্যালয়ের নামের ব্যানারটি সরিয়ে নিতে বলে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ নিয়ে তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে শহরের নিরব হোটেল নাস্তা করতে গেলে সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় প্রক্টরসহ বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র আহত হয়।

আহতরা হলেন – বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মুসা খান, ছাত্র ইশতিয়াক আহমেদ ও তাওহীদ খলিফা। তাদের পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুশাহিদ হোসেন তালুকদার বলেন, ” প্রক্টরসহ আমাদের শিক্ষার্থীরা বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে পুরাতন খেয়াঘাটের শহীদ বেদীতে যায়। এসময় সেখানে থাকা লোকজন আমাদের ‘গালমন্দ’ ও বিশ্ববিদ্যালয়ের নামে করা ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলতে চাইলে আমরাই তা খুলে ফেলি। পরে শহীদ বেদীতে ফুল দিয়ে স্থানীয় একটি হোটেলে নাস্তা করার জন্য গেলে সেখানে আমাদের উপর লোকজন হামলা করে। হামলায় আমাদের প্রক্টরসহ দুইজন শিক্ষার্থী গুরুতর আহত হন।পরে পুলিশ গিয়ে আমাদের উদ্ধার করে।”

এদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর পিরোজপুর জেলা শাখার আমীর অধ্যক্ষ তোফাজ্জল হোসাইন ফরিদ। তিনি ঘটনা শোনার সাথে সাথে হাসপাতালে আহত প্রক্টরসহ শিক্ষার্থীদের দেখতে যান এবং তাদের শরীরের খোঁজখবর নেন। এসময় তিনি দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তির আহ্বান জানান। তার সাথে ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, জেলা শূরা কর্ম পরিষদ সদস্য আব্দুল্লাহ হিল মাহমুদ, পৌর জামায়াতের আমীর ইসহাক আলী খাঁন ও সদর উপজেলা সেক্রেটারি রাকিবুল হাসান।

শেয়ার করুনঃ