
আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল ৩১ বার তোপধ্বনি, স্মৃতি স্তম্বে পুষ্পস্তবক অর্পণ,জাতীয় পতাকা উত্তোলন, বিজয় মেলা উদ্ধোধন ও আলোচনা সভা।উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল
আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)তারেক হাসান, উপজেলা কৃষি অফিসার ঈশা, সমাজ সেবা অফিসার মনজুরলহক কাওসার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ জামাল হুসাইন, বরগুনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সাধারন সম্পাদক মনিরুল ইসলাম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম শানু, উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা,
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম মামুন ভিপি, পৌর বিএনপির আহবায়ক কবির ফকির,মুক্তিযোদ্ধার সন্তান জিয়াউদ্দিন সিদ্দিকী, ও ছাত্র প্রতিনিধি আবিদ প্রমুখ।