
আমতলী(বরগুনা)প্রতিনিধি ঃ বরগুনার আমতলীতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ইসলামী আন্দোলন আমতলী উপজেলা শাখার সভাপতি মো. নুরুল ইসলাম আকনের সভাপতিত্বে উপজেলা সেক্রেটারী গাজী বায়েজিদের তত্ত্বাবধায়ক একটি বিশাল বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে।সোমবার বেলা ১১ টার দিকে আমতলী কওমী মাদ্রাসা থেকে বিশাল বিজয় র্যালী আমতলী পৌর শহরের
প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আমতলী একে স্কুল চৌরাস্তায় পথসভার মধ্যে দিয়ে শেষ হয় ।র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখার সভাপতি হযরত মাওলানা মুফতি প্রিন্সিপাল মো. ওমর ফারুক জিহাদী, বিশেষ অতিথি ছিলেন প্রশিক্ষক বিষয়ক সম্পাদক গাজী গোলাম মস্তফা শিক্ষক ফোরাম সাধারন সম্পাদক মাওলানা মো. সোলায় মান, ইসলামী যুব আন্দোলন বরগুনা জেলা শাখার সহসভাপতি মো. সাইফুল ইসলাম . আমতলী উপজেলা যুব আন্দোলনের
সভাপতি মাওলানা মো. ইউছুফ মাতুব্বর, আমতলী উপজেলা যুব আন্দোললনের সেক্রেটারী মো. আল ইমরান প্রমুখ ।