
মো:তারিকুর রহমান স্টাফ রিপোর্টার :মহান বিজয় দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে আজ ১৬ ডিসেম্বর ২০২৪ সকাল ০৭:০০ ঘটিকায় ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী দেশের তরে অকাতরে জীবন উৎসর্গকারী সকল শহীদদের স্মরণে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি জেলা পুলিশ, চুয়াডাঙ্গা’র পক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা।পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশ, চুয়াডাঙ্গার পক্ষে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সম্মান প্রদর্শণ করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।এ সময় আরো উপস্থিত ছিলেন একজন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত (প্রশাসন ও অর্থ)অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম, ; অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আনিসুজ্জামান, ;চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ও ফোর্সবৃন্দসহ চুয়াডাঙ্গা সরকারী, আধা-সরকারী ও স্বায়ত্তশাসিত বিভিন্ন অফিসের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।