
আল আমীন, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি :যথাযথ মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে শেরপুরের নালিতাবাড়ীতে নানা কর্মসুচীর মধ্যদিয়ে ৫৪তম মহান বিজয় দিবস পালিত হচ্ছে। সূর্যদয়ের সাথে সাথেই ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে বিজয় দিবসের কর্মসূচীর সুচনা হয়।
ভোরে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে নালিতাবাড়ী পৌর শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এ সময় জেলা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছানোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ, জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামি সহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা ও সামাজিক বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের মানুষ শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করা হয়। সেখানেই চারু কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য নিয়ে বিজয় মেলার আয়োজন করা হয়েছে।
এছাড়াও উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করে উপজেলা প্রশাসন।
বিজয় দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে হাসপাতাল ও এতিমখানায় বিশেষ খাবার পরিবেশন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।