
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো. ইব্রাহিম (৩৩), মো. ইকবাল হোসেন (৩৫), মো. মাসুম (২২), মো. রাসেল শাহ (২৭)।
মঙ্গলবার (১৭ অক্টোবর) এ তথ্য জানান র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পরিচালক মো. আরিফুর রহমান।
তিনি জানান, সোমবার (১৬ অক্টোবর) বিকেলে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী এলাকা থেকে মোটরসাইকেল চোরচক্রের চারজনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা বিষয়টি স্বীকার করেছে। তারা দীর্ঘদিন যাবৎ চোরাই ও ছিনতাই করা মোটরসাইকেল নিজ হেফাজতে রেখে রাজধানী ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। এছাড়াও নারায়ণগঞ্জ এলাকায় তাদের বেশ কয়েকটি সিন্ডিকেট রয়েছে।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
ডিআই/এসকে