
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনি শেষে স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ,শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৮টায় নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলনের পর পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের প্যারেড গ্রাউন্ড পরির্দশন শেষে উপজেলা চত্বরে দিনব্যাপী আড়ম্বরপূর্ণ বিজয় মেলার উদ্বোধন করা হয়। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের
সদস্যদের সংবর্ধনা প্রদানের আয়োজন করা হয়। এছাড়া জাতির শান্তি, অগ্রগতি ও মহান শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা করা হয় এবং হাসপাতাল, এতিমখানা ও শিশু সদনে উন্নত মানের খাবার পরিবেশন ও সন্ধ্যায় উপজেলা পরিষদ হল রুমে মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল, উপজেলা সহকারী কমিশানার (ভুমি) ফয়জুর রহমান, উপজেলা স্বা স্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর ভাট, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ আহমেদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইনসান আলী সহ বিভিন্ন দপ্তর প্রধানগণ সহ সূধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।