
সোহেল সরকার ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ায় মহিলা শহ তিন মাদক কারবাড়িকে গ্রেফতার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলার সারাইল থানাধীন ইসলামাবাদ নোয়াগাঁও এলাকাস্থ সবুজ বাংলা হোটেলের সামনে ঢাকা সিলেট মহাসড়কের উপর। রবিবার ১৫/১২/২০২৪ সকাল ১০ ঘটিকা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন অভিযান কালে ০৮ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেন।
গ্রেফতারকৃত আসামিরা হলেন মোঃ রুবেল মিয়া(২৮),পিতা-মোঃ মঈনুদ্দিন, মোঃ রায়হান মিয়া(২০) পিতা- মোঃ কবির মিয়া, মোসাঃ তামান্না আক্তার(১৬)পিতা-মোঃ রুবেল তালুকদার,সর্বসাং- আখাউড়া ৪নং উত্তর ইউনিয়ন আজমপুর রাজাপুরের পূর্বপাড়া ব্রাহ্মণবাড়িয়া।
মাদক আইনে আসামীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায় একটি নিয়মিত মামলা রোজু করা হয় উক্ত আদালতের মাধ্যমে আসামিদেরকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।