
চট্টগ্রামের সাতকানিয়ায় আলোচিত সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী গ্রেফতার হয়েছেন।
রবিবার রাতে রাজধানীর উত্তরা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।
তিনি জানান,আত্নগোপনে থাকা চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য ড.আবু রেজা মুহাম্মদ নদভীকে রাজধানীর উত্তরা থেকে আটক করেছে ডিবি। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে।
ডিবি সূত্রে জানা গেছে,বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় চট্রগ্রামের সাবেক নামে সেখানে মামলা হয়েছে। এই মামলায় আত্মগোপনে থাকা এই এমপিকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানের নেতৃত্বে ডিবি উত্তরা ডিভিশনের এডিসি মো. হেলালউদ্দিন ভূইয়া।
ডিআই/এসকে