
পিরোজপুর জেলা প্রতিনিধি: পিরোজপুরের পুলিশ সুপারের উদ্যোগে পবিত্র কুরআন শরীফ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের প্রধান অতিথি হিসেবে বাজুকাটি নুরুল কুরআন নুরিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ ও আড়াই শতাধিক শীতবস্ত্র বিতরন করেন। এ সময় পুলিশ সুপার মহোদয় বলেন, পুলিশ সদস্যরা প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত। তারা আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি নানান সামাজিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ভবিষ্যতেও এধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান, অফিসার ইনচার্জ পিরোজপুর সদর থানা, ডিআইও-১ সহ পিরোজপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।