
মোঃ রাশেদুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি।। পঞ্চগড় সীমান্ত এলাকায় ৫৬ বিজিবি’র চলাচালান বিরোধী অভিযানে ৮০৪ কেজি ভারতীয় আলুবীজ আটক করা হয়েছে।বৃহস্পতিবার (১২ডিসেম্বর) রাত আনুমানিক ১১ টার সময় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা ভুটিয়াপাড়া থেকে মালিক বিহীন অবস্থায় এই আলু আটক করা হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, পঞ্চগড় সীমান্ত এলাকায় ৫৬ বিজিবি কর্তৃক সীমান্তবর্তী এলাকায় চোরাচালান দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। তারই ধারাবাহিকতায় গত ১২ই ডিসেম্বর রাত আনুমানিক এগারোটার দিকে বিশ্বাসযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঘাগড়া বিওপি এর একটি বিশেষ টহল দল সুবেদার মোঃ দারাজ উদ্দিন এর নেতৃত্বে সীমান্ত পিলার ৭৫৪/৩-এস হতে ১৫০ বাংলাদেশের অভ্যন্তরে ভুটিয়াপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে ১২টি চটের বস্তায় ৮০৪ কেজি ভারতীয় আলুবীজ মালিক বিহীন অবস্থায় আটক করা হয়। এ বিষয়ে নীলফামার ৫৬ বিজিবি কর্তৃক জানানো হয়, সদর দপ্তর বিজিবি এর নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবি’র অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে চোরাচালান প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। যে কোন মূল্যে চোরাচালান রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি মাদকদ্রব্যসহ অন্যান্য চোরাচালান বন্ধে সদা প্রস্তুত। চোরাচালানোর বিরুদ্ধে বিজিবি’র এই জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বোলে জানানো হয়েছে।