প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ২:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৪, ৫:৫৭ অপরাহ্ণ
আত্রাইয়ে ন্যায্য মূল্যে গরুর মাংস বিক্রয় দোকানের উদ্বোধন

আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে গত শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৯ টায় প্রাণিসম্পদ অফিস কর্তৃক পরিক্ষীত উপজেলা পরিষদ নিউ মার্কেটে ন্যায্য মূল্যের গরুর মাংস বিক্রয় দোকানের শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন। তিনি বলেন,জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নওগাঁ স্যারের দিকনির্দেশনায় অল্প আয়ের মানুষ যাতে মাংস খেতে বা তাদের আমীষের
চাহিদা পূরণ করতে পারে সেইজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।যাতে করে মানুষ প্রতি শুক্রবার এ দোকান থেকে ন্যায্য মূল্যে মাংস কিনতে পারে।
তিনি আরও বলেন,এখান থেকে ৬৩০ টাকা কেজি দরে সর্বনিম্ন ২৫০ গ্রাম এবং সর্বোচ্চ ১ কেজি মাংস ক্রয় করা যাবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার আবু আনাস,যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন,মোঃ আব্দুল আজিজ প্রমুখ।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.