
জাতীয় সাংবাদিক সংস্থা পটুয়াখালী জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর শনিবার সকালে যুগান্তর পটুয়াখালী জেলা প্রতিনিধি (দক্ষিণ)’র অফিসে জাতীয় সাংবাদিক সংস্থা পটুয়াখালী জেলা কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জাতীয় সাংবাদিক সংস্থা পটুয়াখালী জেলা কমিটির সাধারণ সম্পাদক রাশিদুল রাসেদ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মোঃ মমিনুর রশিদ শাইন, ভারপ্রাপ্ত সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। এসময় সভায় জাতীয় সাংবাদিক সংস্থা পটুয়াখালী জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ফিরোজ আহমেদ’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম ও সহকারী মহাসচিব মোঃ হাসান সরদার জুয়েল। এছাড়াও এসময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থা পটুয়াখালী জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম কামরুল, ডাঃ আবদুল মতিন, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান হেলাল, দৈনিক যুগান্তর পটুয়াখালী জেলা প্রতিনিধি (দক্ষিণ) মশিউর রহমান রিপন, সাংবাদিক মিল্টন কুমার রায় ও সুভাষ দাস প্রমুখ।