ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
মহানবী সাঃ কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল
ভোলায় হাতবোমা-মাদকসহ ৫ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক
নবীনগরে তুচ্ছ ঘটনায় দুই গ্রামের সংঘর্ষে আহত ১২
নেত্রকোণা সরকারি কলেজের ঈদ পুনর্মিলনী
রামুর ঐতিহ্যবাহী গর্জনিয়া ফইজুল উলুম মাদ্রাসার মিলন মেলা বর্ণঢ্য আয়োজনে সম্পন্ন
ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস এর ২৩তম মৃত্যুবার্ষিকী ৫ এপ্রিল শনিবার
তুচ্ছ ঘটনায় ছাদে ডেকে নিয়ে বন্ধুকে ছুরিকাঘাত
বোয়ালমারীতে কুখ্যাত সন্ত্রাসী হাতকাটা শাহিদুল গ্রেপ্তার
কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে ঈদ পুর্ণমিলন অনুষ্ঠান

মিরসরাইয়ে ১৪তম দূরন্ত টি-টোয়েন্টি গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

 

মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন দুরন্ত সংঘের আয়োজনে ১৪ তম দূরন্ত টি-টোয়েন্টি গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় আবুরহাট উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট মোঃ সাইফুর রহমান।

প্রধান অতিথির ব্ক্তব্যে তিনি বলেন, আমাদের আগামী প্রজন্মকে ভালো রাখতে হলে তাদেরকে খেলাধূলায় উদ্ধুদ্ধ করতে হবে। একটি সুন্দর সমাজ বিনির্মাণে আমাদের তরুণ সমাজ অসামান্য অবদান রাখতে পারে। তাই তরুণদের জন্য বেশি বেশি খেলাধূলার আয়োজন করা প্রয়োজন।
দূরন্ত সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল হাদীর সভাপতিত্বে এবং ক্লাবের প্রেসিডিয়াম সদস্য সুফী মুহাম্মদ জুনাইদ উল্ল্যাহ ও সহ-সভাপতি নিজাম উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নুরুল হুদা হামিদী, ইছাখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মঞ্জুরুল হক মঞ্জু, ইছাখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম চৌধুরী, ইছাখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা জসিম উদ্দিন, রাজনীতিবিদ ও সমাজসেবক নুরুল আলম, ইগনাইট মিরসরাই’র সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, দূরন্ত সংঘের পৃষ্ঠপোষক সদস্য রহিম উদ্দিন লিটন, ইছাখালী ইউনিয়ন যুবদলের আহবায়ক এরাদুল হক ভূঁইয়া। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুরন্ত সংঘের সভাপতি সাঈদ উল্ল্যাহ, সাবেক সভাপতি আনোয়ার হোসেন, প্রেসিডিয়াম সদস্য মুসলিম উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ জাহেদ, সাংগঠনিক সম্পাদক সাইদুল হাসান মিঠু, সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ উদ্দিন, প্রবাসী কল্যাণ সম্পাদক কাউসারুল হক, সহ-অর্থ সম্পাদক শেখ ফাহাদ, সাবেক প্রচার সম্পাদক জাহেদুল আলম তুহিন, সদস্য শাফায়েতসহ সদস্যবৃন্দ।
উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বীতা করে জোরারগঞ্জ ক্রিকেট সংস্থা একাদশ বনাম মিরসরাই লায়ন্স একাদশ। খেলার ফলাফলে জোরারগঞ্জ ক্রিকেট সংস্থা একাদশ ২ উইকেটে জয়লাভ করে। এবারের টুর্নামেন্টে ৮ টি দল অংশগ্রহণ করে।

শেয়ার করুনঃ