প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৫, ১২:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৪, ৪:৫৩ অপরাহ্ণ
বাউবি রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

১৪ ডিসেম্বর ২০২৪ শনিবার যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালনের নিমিত্তে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ আঞ্চলিক কেন্দ্রে সূর্যোদয়ের সাথে সাথে উপস্থিত হয়ে আঞ্চলিক পরিচালক-এর নেতৃত্বে জাতীয় পতাকা অর্ধ-নমিত ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে দিবস পালনের কর্মসূচি শুরু করেন।
১৯৭১ সালের ১০ই ডিসেম্বর থেকে ১৪ই ডিসেম্বর পর্যন্ত সময়কালে পাকিস্তানী হানাদারবাহিনী বাংলাদেশকে মেধাশূণ্য করতে প্রায় সকল প্রথম শ্রেণীর বুদ্ধিজীবীকে হত্যা করে।
অসংখ্য শহিদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদনের নিমিত্তে প্রতিবছর ১৪ই ডিসেম্বর দিনটি রাষ্ট্রীয়ভাবে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। তাছাড়া সকাল ০৮:০০টায় রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক জনাব মোহা: আবু বাককার-এর নেতৃত্বে রাজশাহীর ভূবনমোহন পার্ক চত্বরে অবস্থিত শহিদ মিনারে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি সমাপ্ত হয়।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.