প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ১২:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৪, ১১:৫৫ অপরাহ্ণ
মোরেলগঞ্জে প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন
"মাদক একেবারেই নয়,খেলাধুলায় মিলবে জয়"এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোরেলগঞ্জ স্থানীয় ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণে মহান বিজয় দিবস উপলক্ষে এস এম কলেজ সবুজ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকাল ৪টায় এস এম কলেজ মাঠে উদ্বোধনী খেলায় হরিণধরা স্পোটিং ক্লাব একাদশ ও ইয়াং বয়েজ ক্লাব একাদশ অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ নাজমুল ইসলাম বলেন, ঝিমিয়ে পড়া ক অঙ্গনকে অঙ্গনকে রঙ্গনকে মাদক এর করাল গ্রাস থেকে যুব সমাজকে খেলার মাঠে ফিরিয়ে আনার জন্য প্রতিটা উপজেলায় ক্লাব তৈরি করা উচিত। যাতে করে যুব সমাজের মধ্যে থেকে মাদক নামক অভিশাপ দূর হয়। তিনি আরো বলেন, সকলের সহযোগিতা পেলে আগামী ২০২৫ সালের প্রথম দিকে এর থেকেও বড় করে টুর্নামেন্টের আয়োজন করা হবে।
উদ্বোধনী খেলায় ইয়াং বয়েজ দুই শূন্য গোলের ব্যবধানে জয় লাভ করে।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.