
বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জননেতা জাবেদ রেজার নির্দেশে নাইক্ষ্যংছড়ি উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা বিএনপি কার্যালয় থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে দলীয় কার্যলয়ে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষক দলের আহবায়ক ছৈয়দুল আমিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল কবির সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সভাপতি আবু সুফিয়ান চৌধুরী সোহেল, সদস্য সচিব আবু কায়ছার,উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জিয়াবুল হক জিয়া,
সদর ইউনিয়ন বিএনপি সভাপতি,মোঃ ইউনুছ, সাধারণ সম্পাদক জহির, দোছড়ি ইউনিয়ন বিএনপি আহবায়ক মোঃ আয়াছ উদ্দিন আয়াছ,
ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শোয়াইবুল ইসলাম শিশির, মিজানুর রহমান প্রমুখ।