ঢাকা, সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
আমতলীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা
মিরসরাইয়ে স্বপ্নের খৈয়াছড়া’র কার্যকরী পরিষদ গঠন, সভাপতি জাহেদ সম্পাদক নুর আহমেদ
কুষ্টিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ছবির শেখকে গণপিটুনি
দেহ ব্যবসায়ীদের আস্তানা গুড়িয়ে ও পুড়িয়ে দিলেন এলাকাবাসী
আত্রাইয়ের আকাশ থেকে পড়ল বিরল আকৃতি’র শীলা
ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অর্ধদিনব্যাপী সাড়াশি অভিযান
নওগাঁ-ঢাকা বাস কাউন্টারে প্রশাসনের ভ্রাম্যমাণ টিমের অভিযান
নবীনগরের সাংবাদিক গোলাম মোস্তফার ইন্তেকাল
ব্রাহ্মণবাড়িয়ায় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ১১ সদস্যের কমিটি গঠন
বোয়ালমারীতে গৃহবধূর আত্মহত্যা,নিহতের পরিবারের দাবি খুন
বিস্ফোরক আইনের মামলায় মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার
রাজবাড়ীর সাবেক এমপি কেরামত কাজী গ্রেফতার
পল্লবী থানার বিশেষ অভিযানে ৩০ মামলার আসামিসহ ১২জন গ্রেফতার
গাজায় গণহত্যার প্রতিবাদে পিআরপি’র সকাল-সন্ধ্যা হরতালের ডাক
ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার র্নিবাচনে সভাপতি লুইস :সম্পাদক মাইকেল

বক্সিরহাট ওয়ার্ড যুবদলের শীত বস্ত্র বিতরণকালে চসিক মেয়র ডা. শাহাদাত

 

বিএনপি ক্ষমতায় আসলে জনগণের মৌলিক অধিকার পূরণ করা হবে এবং গণতান্ত্রিক অধিকার প্রাপ্তির সুযোগ মিলবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
তিনি শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে শাহ আমানত ব্রীজ সংলগ্ন বিশ্বরোড রাজাখালী এলাকায় ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড যুবদলের উদ্যোগে দুঃস্থ অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন।
সমাজের বিত্তবানদের দরিদ্র জনগণের সহায়তায় এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন, প্রতি বছরই তীব্র শীতে অনেক মানুষ প্রাণ হারান, অসুস্থ হয়ে পড়েন। সমাজের বিত্তবান শ্রেণি এগিয়ে আসলে শীতার্ত মানুষদের প্রাণ রক্ষা সম্ভব। আজ আমরা আপনাদের জন্য সামান্য উপহার নিয়ে এসেছি। এটি বিতরণ নয়, এটি আপনাদের প্রতি আমাদের ভালোবাসার প্রকাশ। ভবিষ্যতে আমরা ক্ষমতায় আসার সুযোগ পেলে আপনাদের সব সমস্যার সমাধান করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি মেয়র হিসেবে আবারও আপনাদের পাশে থাকার অঙ্গীকার করছি।
মেয়র আরো বলেন, আমরা সবাই জানি, আমাদের চট্টগ্রাম শহরে অনেক সমস্যার মধ্যে আমরা কাজ করছি। অতীতে অনেক মেগা প্রজেক্টের নামে দুর্নীতি হয়েছে। কিন্তু আমি মনে করি, দুর্নীতি দূর করে মানুষের মৌলিক অধিকার, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। শিক্ষার জন্য আজ আমাদের হাহাকার করতে হয়, স্বাস্থ্যের জন্য ধুঁকতে হয়। দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। আমরা তারেক রহমানের নেতৃত্বে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগের মাধ্যমে গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছি। সংগঠনগত কিছু কারণে মাঝেমধ্যে আমাদের মধ্যে মতবিরোধ দেখা দিতে পারে, তবে মানুষের মৌলিক অধিকার রক্ষায় আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম, আছি, এবং থাকব।
তিনি বলেন, আমি আমার স্বল্প সময়ে এটলিস্ট কিছু পরিবর্তন আনতে চাই। চট্টগ্রাম শহরের রাস্তাঘাট উন্নয়ন, খেলার মাঠ, স্কুল, শিশুপার্ক নির্মাণ সবই আমার পরিকল্পনার অন্তর্ভুক্ত। এর পাশাপাশি একটি পরিচ্ছন্ন, সুন্দর, এবং বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই। তবে এটি সম্ভব যদি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি। চট্টগ্রাম শহরটি আমাদের সবার, এটি শুধু আমার একার নয়। আমি হয়তোবা মেয়র হিসেবে দায়িত্ব পেয়েছি, তবে আমার প্রধান লক্ষ্য আপনাদের সেবা করা। আপনাদের সার্বিক সহযোগিতা ছাড়া এই শহরকে সুন্দর, পরিচ্ছন্ন, ও দুর্নীতিমুক্ত করা সম্ভব নয়। আমাদের এই উদ্যোগে আপনাদের দোয়া ও সমর্থন সবসময় প্রয়োজন। একসঙ্গে কাজ করলে আমরা একটি দুর্নীতিমুক্ত, সমৃদ্ধশালী, এবং সুন্দর চট্টগ্রাম এবং বাংলাদেশ উপহার দিতে পারব ইনশাআল্লাহ।
ওয়ার্ড যুবদল নেতা মিনহাজ উদ্দিন রনির সভাপতিত্বে এবং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি আরিফুল ইসলাম আরিফ ও এইচ মনসুরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক হাজী বেলাল হোসেন, কোতোয়ালি থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মো. ফরিদ, আলহাজ্ব নাসির উদ্দিন। প্রধান বক্তা ছিলেন কোতোয়ালি থানা যুবদলের সাবেক আহবায়ক ও ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুর হোসেন নুরু। উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা সেচ্ছাসেবকদলের আহবায়ক এন মো. রিমন, বাকলিয়া থানা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব মো. শামীম, ওয়ার্ড যুবদল নেতা সেলিম খান, সাইফুল ইসলাম, শামসুল ইসলাম, আবদুর রব, জামাল উদ্দিন, নাছির উদ্দীন, মো. মুন্না, মো. মনির, মো. আমিন , মো. সুমন, মো. রুবেল, মো. রাকিব, মো. খোকন, সেচ্ছাসেবকদলের আহবায়ক জুয়েল রানা কালু, মাঈনউদ্দিন, রবিউল হোসেন, মো. সাকিব, ছাত্রদলের সাবেক সদস্য সচিব মুনছুর, মো. সায়েম, হেলাল রবিন, সাধারণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল সত্তার, মো. শফি, চান্দ মিয়া, রুপ মিয়া, হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিকদলের সাবেক সভাপতি একরামুল হক খোকন, আবুল কালাম, ফরিদ কায়ছার প্রমূখ।

শেয়ার করুনঃ