
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ককের ইসলামাবাদ (গোগদ) নামক স্থানে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয়েছে মো: নাহিদ আহমেদ (২০) নামের এক যুবক।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত ৯.৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নাহিদ উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের ফকির পাড়ার মো: ফুল মিয়া সর্দারের পুত্র।মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত নাহিদের আকস্মিক মৃত্যুর খবরে পরিবারের লোকজনের মাঝে কান্নার রোল পড়ে। শোকের ছায়া নেমে আসে এলাকাবাসীর মাঝে। এক নজরে নাহিদের মরদেহ দেখতে লোকজন তাদের বাড়িতে ভীড় জমাতে দেখা যায়।
নিহত নাহিদের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ শুক্রবার বাদ জুম্মা সরাইল বিকাল বাজার শাহী জামে মসজিদে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে বলে।