
চন্দন ভট্টাচার্য্য, রূপসা(খুলনা) প্রতিনিধি:উপজেলা মাসিক আইন শৃংখলা সমন্বয় সভা ১২ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে রূপসা অফির্সাস ক্লাবে অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু’র সভাপতিত্বে বক্তৃতা করেন থানা অফিসার ইনচার্জ মো:মনিরুল ইসলাম, কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, সিনিয়র মৎস্য কর্মকর্তা বাপী কুমার পাল, উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান,পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, জনস্বাস্থ্য প্রকৌশলী মো.রাসেল, সমাজসেবা কর্মকর্তা মো.সাইফুল ইসলাম,মুক্তিযোদ্ধা হাসান মাহমুদ, আনসার ভিডিপি কর্মকর্তা বিপুল গাজী, যুব উন্নয়ন দপ্তরের প্রতিনিধি নাহারুল ইসলাম,ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত আসাবুর রহমান, ইলিয়াজ শেখ, আজিজুল ইসলাম,রূপসা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আ.রাজ্জাক শেখ, প্রেসক্লাব রূপসার সভাপতি খান শহীদ, সাংবাদিক তৌহিদুল ইসলাম, মামুন শেখ,গোলাম রব্বানী,উপস্থিত সদস্যরা বলেন, এলাকায় চুরি ও মাদকের প্রবনতা বাড়ছে। রাতে পুলিশের টহল বৃদ্ধি করা সহ বিভিন্ন অপরাধ সংগঠিত হচ্ছে। এলাকার সকলকে সাথে নিয়ে এই সকল কাজ প্রতিহত করার আহবান করেছেন কর্মকর্তারা।