
গাইবান্ধার সুন্দরগঞ্জে শোভাগঞ্জ ডিগ্রি কলেজে প্রয়াত সাবেক মাননীয় এমপি মরহুম আঃ আজিজ সহ শোভাগঞ্জ ডিগ্রি কলেজের সকল প্রয়াত গভর্নিং বডির রুহের মাগফিরাত কামনায় স্মরণ সভা, দোয়া ও প্রতিস্হাপিত ফলক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অত্রকলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন নুরীর সার্বিক ব্যবস্থাপনায়, কলেজের সভাপতি বিশিষ্ট শিল্পপতি মো: নওশের আলীর সভাপতিত্বে
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের গাইবান্ধা জেলার নায়েবে আমীর, সুন্দরগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মাজেদুর রহমান। কলেজের সহকারী অধ্যাপক মো: আতাউর রহমানের সঞ্চালনায় আরও বক্তব রাখেন জামায়াতের গাইবান্ধা জেলা সেক্রেটারি জনাব মো: জহুরুল হক, সুন্দরগঞ্জ জামায়াতের আমীর শাহিদুল ইসলাম সরকার মঞ্জু, পৌর আমির মো: একরামুল হক, সুন্দরগঞ্জ যুব বিভাগের সভাপতি প্রভাষক ইব্রাহীম অলী সরকার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক বদরুল আমিন সরকার, পেশাজীবী পরিষদের সভাপতি আমুষ মিয়া ও অত্র কলেজের গভর্নিং বডির সসদ্য মো: ওমর ফারুক প্রমুখ।
২০০২ ইং সালে তৎকালীন এমপি মাওলানা আঃ আজিজ শোভাগঞ্জ ডিগ্রি কলেজের ভিত্তি প্রস্তর স্হাপন করেন। বিগত আওয়ামী সরকারের আমলে দুষ্কৃতিকারীরা ফলকটি ভেঙে দেয়।