
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় পাবলিক লাইব্রেরির আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার(১২ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার সময় এ পাবলিক লাইব্রেরিটি উদ্বোধন করেন ২৪’এর গণঅভ্যুত্থানের কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।
উপজেলা শহরের প্রাণ কেন্দ্র হাতিয়া দ্বীপ সরকারি কলেজের দক্ষিণ পাশে অবস্থিত দ্বিতলা বিশিষ্ট হাতিয়া প্রেসক্লাব ভবনের নিচেই লাইব্রেরিটি উদ্বোধন করা হয়।
উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হান্নান মাসুদ বলেন, এই পালিক লাইব্রেরীতে থাকবে কুরআন তাফসীর, মুক্তিযোদ্ধাদের প্রকৃত ইতিহাস রচিত বই,সব ধর্মীয় বই সহ শিক্ষণীয় মূলক বই, এছাড়াও থাকবে পত্রিকা সমূহ। পাঠাগার হলো মেধাবিকাশের অন্যতম মাধ্যম। বই পড়ে কেউ কখনো দেউলিয়া হয়না। তাই সকলের উচিৎ
পাঠাগারে এসে বই পড়ে অতিরিক্ত সময় ব্যয় করা।
তিনি আরও বলেন, লাইব্রেরিতে শুধু শিক্ষার্থীরা বই পড়ে মুক্ত জ্ঞানের চর্চা করবে তা নয়, এখনে সকল শ্রণীর মানুষ যাতে বই পড়ে জ্ঞানের বিকাশ ঘটাতে পারে তার ব্যবস্থা করতে হবে। সকল ধর্ম ও মতাদর্শের বই থাকতে হবে।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও হাতিয়া প্রেসক্লাবের সাংবাদিক ও জেলা সাংবাদিক সহ সুধী সমাজের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।