রায়পুরে এই প্রথম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গ্রাম বাঙলার ঐতিহ্য ধরে রাখতে পিঠা উৎসবের আয়োজন করা হয়।
আজ বুধবার সকাল ১১ ঘটিকায়
সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়। পিঠা উৎসবের উদ্বোধন করেন রায়পুর উপজেলা শিক্ষা অফিসার মো:মঈনুল ইসলাম।
সহকারী শিক্ষা অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলী হায়দর পাটওয়ারী,সাবেক ছাত্র কামাল হোসেন,অভিভাবক ও রায়পুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আবদুল করিম,প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, শিক্ষানুরাগী ও অভিভাবক ফিরোজ আলম,আবুল কাশেম,আবদুল মান্নান সহ বিপুল সংখ্যক অভিভাবক ও ২ শতাধিক ছাত্রছাত্রী উপস্থিতিতে উৎসব শুরু হয়।
রায়পুর উপজেলা শিক্ষা অফিসার মো:মঈনুল ইসলাম জানান হারিয়ে যাওয়া ঐতিহ্য পিঠা উৎসব গ্রাম বাঙলার ঐতিহ্য ধরে রাখতে আমরা পিঠা উৎসবের আয়োজন করেছি,এবং এরকম আরো করবো,ভবিষ্যতে তা অব্যাহত থাকবে।