
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ২৪ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-ওয়ারী বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো-মো.সোহেল মিয়া (২০),মো. জীবন হোসেন (২১),মো.মুন্না হোসেন (২১) ও ওয়াসিম (৪২)।
বুধবার (১১ ডিসেম্বর ) বিকালে মোহাম্মদপুরের গজনবী রোড এলাকায় অভিযান পরিচালনা করে এ বিপুল পরিমাণ গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা-ওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিম।
বুধবার (১১ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
ডিবি-ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়,বুধবার (১১ ডিসেম্বর ) ডিবি পুলিশের ওয়ারী জোনাল টিম ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য বিক্রির জন্য গজনবী রোডের কলেজ গেইট এলাকায় অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে ডিবির টিম বিকেল ০৩:৫০ ঘটিকায় ওই এলাকায় পৌঁছালে ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় সোহেল,জীবন,মুন্না ও ওয়াসিম নামের চারজনকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে ২৪ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য তিন লক্ষ ৬০ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃত চারজন ও পলাতক একজনসহ মোট পাঁচজনের বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,গ্রেফতারকৃতরা কুমিল্লা জেলার পলাতক এক ব্যক্তির নিকট থেকে জব্দকৃত গাঁজা সংগ্রহ করে বিক্রির জন্য গজনবী রোডের কলেজ গেইট এলাকায় অবস্থান করছিলো। তারা কুমিল্লা এলাকা থেকে অবৈধ গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলার পলাতক অপর আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ডিআই/এসকে