
জীবনমান উন্নয়নে সরকারী সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমূহে যৌনকর্মীদের অর্ন্তভুক্তিকরণ শীষর্ক বিষয়ক আলোচনা সভা পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে।
শক্তি নারী সংঘ, পটুয়াখালী’র সহযোগিতায় ১১ ডিসেম্বর বুধবার বেলা সাড়ে ১১ টায় পটুয়াখালী টাউন হলের মিলনায়তন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ তারেক হাওলাদার, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট,পটুয়াখালী। এসময় সভায় সেক্স ওয়াকারস নেটওয়ার্ক এর সভাপতি আলেয়া আক্তার লিলি’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল, অতিরিক্ত পুলিশ সুপার ( পটুয়াখালী সদর সার্কেল)।এছাড়াও এসময় সেক্স ওয়াকারস নেটওয়ার্ক এর প্রোগ্রাম ম্যানেজার সাফিয়া আরিফিন’র সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, পটুয়াখালী সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক এস.এম ফজলুল হক, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজল বরন দাস, পটুয়াখালী মহিলা বিষয়ক অধিদপ্তর এর ডে কেয়ার ইনচার্জ রেখা রানী হালদার ও শক্তি নারী সংঘ,পটুয়াখালী’র নির্বাচন পরিচালনা কমিটির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড,নিজাম উদ্দিন আহমেদ। উক্ত আলোচনা সভা এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী সদর পুলিশ ফাড়িঁর টিআই ইমাম মেহেদী, সেক্স ওয়াকারস নেটওয়ার্ক এর সাধারণ সম্পাদক নিলুফা ও কর্মসূচি কর্মকর্তা তাসমিনা খালিদ, এ্যাডভোকেট নার্গিস আক্তার, শক্তি নারী সংঘ, পটুয়াখালী’র সভানেত্রী ঝুমুর বেগম ও সাধারণ সম্পাদক মুক্তা বেগম সহ শক্তি নারী সংঘ, পটুয়াখালী’র অন্যান্য সদস্য বৃন্দ ও গণমাধ্যমের প্রতিনিধিরা। প্রসঙ্গত: এ আলোচনা সভার সার্বিক সহযোগিতা ছিলেন মহিলা তহবিল এশিয়া।