ঢাকা, বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬
আমতলীতে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত দুই
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নোয়াখালীর আহবায়ক রনি,সচিব দ্বীপ
নওগাঁতে আলোকিত পত্রিকা’র প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত
নিশ্ছিদ্র নিরাপত্তায় লাঙ্গলবন্দ স্নানোৎসব:আনসার বাহিনীর ব্যাপক তৎপরতা
জেলে থাকা আ’লীগ নেতাকর্মীদের নামে ঈদ বোনাস পাঠালেন সাবেক এমপি তুহিন
কালীগঞ্জে এতিম মেয়ের বিয়েতে একতা যুব সমাজকল্যাণ সংস্থার অর্থ সহায়তা
অসুস্থ সন্তানকে বাচাঁতে স্বামীর অবহেলা:বিচারের আশায় আইনের দ্বারস্থ কলাপাড়ার’ রীনা’

হত্যা মামলায় গ্রেপ্তার আতঙ্কে কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান লাপাত্তা: জনদুর্ভোগ চরমে

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামুর কচ্ছপিয়া ইউনিয়নের বালুবাসা গ্রামে গত ৩০ নভেম্বর পিটিয়ে ও কুপিয়ে সাহাব উদ্দিন নামে এক তরুণকে হত্যা করা হয়।এ ঘটনায় করা হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগের সাবেক এমপি সাইমুম সরওয়ার কমলের আস্থাবাজন হিসেবে পরিচিত কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মো: ইসমাঈল নোমান। তিনি মামলার পর থেকে গা ঢাকা দিয়েছেন। এতে সেবার কার্যক্রম নিয়ে দেখা দিয়েছে জটিলতা। ভোগান্তিতে পড়েছেন পরিষদের নাগরিকরা।

কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল ফজল এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিষদের চেয়ারম্যান আবু মো: ইসমাঈল নোমান গত ১ ডিসেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এতে পরিষদের নাগরিকত্ব ও ওয়ারিশ সনদসহ জনসেবার সাধারণ কার্যক্রমে ব্যাঘাত ঘটছে।

কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ ইউনুছ বলেন- নতুন জন্ম নিবন্ধনে প্যানেল চেয়ারম্যানের স্বাক্ষর গ্রহণযোগ্য হবে না মর্মে পরিষদের দেয়ালে দেয়ালে বিজ্ঞপ্তি লাগানো হয়েছে। বর্তমানে চেয়ারম্যান অনুপস্থিত থাকায় জনদুর্ভোগ বেড়েই চলেছে। এর পরিত্রাণ খুবই জরুরি হয়ে পড়েছে। ইউনিয়নের ফাক্রিকাটা গ্রামের বাসিন্দা ছৈয়দ করিম ও তিতারপাড়া গ্রামের ফজল আহমদ বলেন- তাঁরা গত এক সপ্তাহ ধরে সন্তানদের জন্য জন্ম নিবন্ধন করাতে গিয়ে চেয়ারম্যানের সাক্ষর পাচ্ছেন না। চেয়ারম্যানকে ফোন করলেও তিনি রিসিভ করছেন না। এ ক্ষেত্রে মহা ভোগান্তি পোহাতে হচ্ছে। কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপি ও জামায়াত নেতারা জানিয়েছেন- কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু মো: ইসমাঈল নোমান সাবেক হুইফ ও সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের অত্যন্ত আস্তাভাজন ছিলেন। তাঁর ক্ষমতার দাপটে কচ্ছপিয়ায় অনেক অন্যায় কর্মকান্ড হয়েছে। সম্প্রতি হত্যা মামলায় আসামী হওয়ার পর থেকে চেয়ারম্যান পলাতাক। তাই প্রতিদিন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে শত শত মানুষ। পরিষদের যাবতীয় কার্যক্রমেও স্থবিরতা নেমে এসেছে। এ ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু মো: ইসমাঈল নোমানকে পাওয়া যায়নি। তিনি ফোন রিসিভ করেননি।

জানতে চাইলে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলাম বলেন- বিষয়টি তিনি শুনেছেন। শীঘ্রই চেয়ারম্যান কর্মস্থলে উপস্থিত না হলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে। জন ভোগান্তি বা দুর্ভোগ মোটেও কাম্য নয়। জানা গেছে, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অনেক জনপ্রতিনিধিরা নিখোঁজ হয়ে গেছেন। ১৯ সেপ্টেম্বর ‘ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণের বিষয়ে’ স্থানীয় সরকার বিভাগ একটি পরিপত্র জারি করে। পরিপত্রে উল্লেখ করা হয়, দেশে কিছু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বর্তমানে ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত আছেন, যার ফলে জনসেবা বিঘ্নিত হচ্ছে। সমস্যাগুলো সমাধানের জন্য দুটি আদেশ জারি করা হয়েছে: একটি হলো, বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসক স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ৩৩, ১০১ ও ১০২ অনুযায়ী প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব দিতে পারবেন; অন্যটি হলো, প্যানেল চেয়ারম্যানের অনুপস্থিতিতে স্থানীয় সরকারের অধীন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়ার মাধ্যমে ইউনিয়ন পরিষদের কার্যক্রম অব্যাহত রাখা।

শেয়ার করুনঃ