
মোঃ ছাইফুল ইসলাম জিহাদ হাতিয়া নোয়াখালী প্রতিনিধি:
হাতিয়ার মানুষদের নিয়ে একটি সুন্দর আধুনিক দ্বীপ গড়ার স্বপ্ন দেখছি, হাতিয়ায় গণসমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ এসব কথা বলেন।এসময় তিনি বলেন, স্বৈরাচারীকে এতদিন ক্ষমতায় বসিয়ে মোহাম্মদ আলী শান্তির দ্বীপ হাতিয়াকে শোষণ করেছিল। এখন যতোই ষড়যন্ত্র করুক না কেন ওই সুযোগ তারা আর পাবে না। হাতিয়ার মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস নিতে শুরু করেছে।
বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার সময় নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার উপজেলা পরিষদ চত্বরে স্থানীয়দের আয়োজনে ঐক্য ও সংহতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
আবদুল হান্নান মাসউদ আরও বলেন, শেখ হাসিনা এখন ভারতের মাটিতে বসে সাম্প্রদায়িক দাবার গুটি চালার চেষ্টা চালাচ্ছে, তা নিয়ে আবার মোদি সরকার বাড়াবাড়ি শুরু করছে।সমাবেশে মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ এর বাবা মাওলানা আব্দুল মালেক, এসময় তিনি বলেন,৫ই আগষ্টের পূর্বে সাবেক এমপি মোহাম্মদ আলী একটি রাতও ঘুমাতে দেয়নি, প্রতিদিন আমার বাড়িতে গিয়ে হুমকি ধামকি দিয়ে আসতো,এতোটা ত্যাগ স্বীকারের পর আল্লাহ আমার ছেলেকে বাংলাদেশে মানুষের মুখপাত্র করেছে, এসময় ছেলের জন্য দোয়া কামনা করেন হাতিয়াবাসির নিকটে ।