
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: ক্রীড়াই হোক অবসরের সঙ্গী ,” মহান বিজয় দিবস উপলক্ষে মাদকমুক্ত যুব সমাজ গড়তে ও ক্রীড়াঙ্গনে উদ্বুদ্ধ করতে জয়পুরহাটের পাঁচবিবিতে ৪ দিনব্যাপী আরাফাত রহমান কোকো স্মৃতি ক্যারাম টুর্নামেন্ট-২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান আজ মঙ্গলবার সন্ধ্যায় পাঁচমাথা পৌর পার্ক প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।এসো ফিরি শৈশব সংগঠনের আয়োজনে ক্যারামবোর্ডের স্টাইক দিয়ে গুটি মেরে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ও প্রধান অতিথি বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম।এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক এ্যাড: নাজমুল ইসলাম জনি।
সংগঠনের সদস্য সচিব জনাবুর রহমান জনির আহবানে,যুগ্ন আহবায়ক রাব্বিউল ইসলাম রকি ও রায়হান কবির রাজুর যৌথ সঞ্চালনায় আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও থানা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু,
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী,থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু তাহের,পৌর বিএনপির আহবায়ক আবুল হাসনাত মন্ডল হেলাল, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক প্রভাষক আহসান হাবীব, বালিঘাটা ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি রেজাউল করিম ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুর রহমান রাব্বি প্রমুখ। এ টুর্নামেন্টে মোট ৩২ টি দল খেলায় অংশগ্রহণ করছে। প্রতিদিন খেলবে ৮টি দল । আগামী ১৩ ই ডিসেম্বর শুক্রবার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে টুর্নামেন্টটি সম্পন্ন হবে।