ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই
কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে ডা. শহিদুল আলমের মতবিনিময়
পঞ্চগড় সড়কে বিআরটিএ ও যৌথবাহিনীর অভিযান
ছাত্র আন্দোলনে হত্যা মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেফতার
‘ভাই’ সম্বোধন করায় সাংবাদিককে সাবেক সেনা কর্মকর্তার হুমকি

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের ১০৭তম সভা অনুষ্ঠিত

আনসার-ভিডপি উন্নয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের ১০৭ তম সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বাহিনী প্রধানের অন্যতম বার্তা দেন ব্যাংকের নামের “উন্নয়ন” শব্দটিকে বিস্তৃত করতে হবে তৃণমূলের আর্থসামাজিক উন্নয়নে,যেখানে আনসার ভিডিপি ক্লাব সমিতি হবে সকল কার্যক্রমের প্রাণকেন্দ্র।

সভায় বাহিনীর মহাপরিচালক মহোদয় দেশের তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করতে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নতুন কর্মসূচিগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন,এই কার্যক্রমের একটি অন্যতম অংশ হলো ব্যাংকের সাথে ভিডিপি ক্লাব সমিতিগুলোকে প্রত্যক্ষ ভাবে সম্পৃক্ত করা। আনসার-ভিডিপি ক্লাবসমূহ থাকবে আনসার ভিডিপি কো অপারেটিভ সোসাইটির (আভিকো) তত্ত্বাবধানে,যেখানে জেলা কমান্ড্যান্টগণ ও উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তাগণ ক্লাব পরিচালনার প্রশাসনিক দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন,আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ক্লাবের সদস্যদের দ্বারা পরিচালিত বিভিন্ন ক্ষুদ্র প্রকল্পের জন্য সহজ শর্তে গ্রুপ লোন প্রদান করবে। এই ঋণ সুবিধার মাধ্যমে সদস্যরা তাদের গ্রুপ ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ করতে পারবেন,যা ঋণ পরিশোধের হারকে উল্লেখযোগ্যভাবে বাড়াবে। এছাড়া,লাভজনক প্রকল্প থেকে অর্জিত লভ্যাংশ ব্যাংকে পুনরায় গচ্ছিত করার মাধ্যমে সদস্যরা যেমন আর্থিকভাবে লাভবান হবেন,তেমনি ব্যাংকের আমানতও বৃদ্ধি পাবে।

এছাড়া,ক্লাব পরিচালনায় প্রশাসনিক কার্যক্রমের সুশৃঙ্খল, নীতিমালা ভিত্তিক তদারকির ফলে লোন বিতরণ ও কিস্তি আদায়ের প্রক্রিয়া আরও কার্যকর হবে। এর ফলে, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও বড় ভূমিকা রাখতে সক্ষম হবে।

পরিচালক পর্ষদের এই সভায় বিশেষায়িত ব্যাংক হিসেবে ব্যাংকের সুনির্দিষ্ট বৃহৎ গ্রাহক ও প্রান্তিক পর্যায়ে আর্থ-সামাজিক উন্নয়নের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের জন্য বিভিন্ন কার্যকর কমিটি গঠনের মাধ্যমে আগামী দিনগুলোতে সামাজিক নিরাপত্তা ও উন্নয়নে আরো বেশি জোরালে ভূমিকা রাখার জন্য বাহিনী প্রধান এবং বর্তমান চেয়ারম্যান দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন মো.রফিকুল ইসলাম, উপমহাপরিচালক (প্রশিক্ষণ);ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন এবং পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ।

১৯৯৫ সালে একটি বিশেষায়িত ব্যাংক হিসেবে ব্যাংকটি প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯৬ সালের ১০ জানুয়ারি এটির কার্যক্রম শুরু হয়।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ