
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন বাংলাদেশ আওয়ামীলীগের ফরিদপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি শামিম হক।
রবিবার ১৯ নভেম্বর রবিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে থেকে তিনি মনোনয়ন ফরম উত্তোলন করেন। এবং ঐদিনে বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে আয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন।
বর্তমান ফরিদপুর জনগনের আস্তার জায়গা অর্জন করেছেন তিনি, যিনি সর্ব শ্রেনী পেশার মানুষের কাছে দানবীর নামে পরিচিতি পেয়েছেন এবং ফরিদপুর বাসীর বিপদ আপদের সঙ্গী সেই শামিম হকের সাথে সাক্ষাৎ কালে তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঊন্নয়ন কর্মকান্ডের সহযোগী হতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকায় সাধারণ মানুষ আজ নানা সুযোগ -সুবিধা পাচ্ছেন।দেশের নানাধিক উন্নয়ন হচ্ছে।তাই আগামী নির্বাচনে শেখ হাসিনা সরকারের মনোনীত নৌকার প্রার্থীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
জনগণের ভাগ্য পরিবর্তন করে উন্নয়নশীল দেশ হিসাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে শেখ হাসিনার অগ্রণী ভুমিকা অপরিসীম।বর্তমান দেশের উন্নয়নের গতিশীলতা জনগণের কাছে দৃশ্যমান।দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আওয়ামীলীগ কে আবার ক্ষমতায় আনতে হবে।এ জন্য জনসাধারণকে আবারো নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানায়।
তিনি সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশ ও জনগনের ভাগ্য পরিবর্তন করার জন্য রাজনীতি করেন নিজের কথা চিন্তা করে রাজনীতি করেন না। ঠিক তেমনি এই ফরিদপুর বাসী যেন মুখে হাসি নিয়ে একটু শান্তিতে বসবাস করতে পারে সেই চিন্তা চেতনা নিয়ে আমি রাজনীতি করি, নিজের চাহিদা মিটানোর জন্য আমি রাজনীতি করিনা। আমার স্বপ্ন এই ফরিদপুর বাসীর সকল সুখ-দুঃখের সঙ্গী হয়ে তাদের পাশে থেকে তাদের সেবা করা।
নেতা হিসাবে নয় আমি তাদের মাঝে ভাই, চাচা,এবং সন্তান হিসাবে থাকতে চাই। আমি বিশ্বাস করি দলের প্রতি আমার অবদানের কথা বিবেচনায় নিয়ে জাতীর জনক বঙ্গবন্ধুর আদর্শে গড়া দেশরন্ত মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দেবেন।
মনোনয়ন ফরম জমাদান করার সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ,শহর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পৌর মেয়র অমিতাভ বোস,জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের পুত্র স্টেফান হক, প্রচার সম্পাদক নিয়াজ জামান সজীব, উপপ্রচার প্রকাশনা সম্পাদক আলী আজগর মানিক , আইন বিষয়ক সম্পাদক জাহিদ ব্যাপারী,সহ জেলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দ।