ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

সরকারি সৌচাগার পেতে ঘুষ দিতে হয়েছে ইউপি সদস্যকে

জামালপুরের মেলান্দহ উপজেলায় মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রকল্পের আওতায় ল্যাট্রিন পেতে শ্যামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য শাহজাহানকে ‘ঘুষ’ দিতে হয়েছে বলে জানা গেছে।

ল্যাট্রিন পাইয়ে দেওয়ার কথা বলে ওই ইউপি সদস্য অসহায় পরিবারগুলোর কাছ থেকে ল্যাট্রিন প্রতি ৪ হাজার টাকা থেকে শুরু করে ৬ হাজার টাকা পর্যন্ত নিয়েছেন।

সরেজমিন ঘুরে জানা গেছে, ভোক্তভোগী লোকদের বলেছেন পাকাঁ ল্যাট্রিন ও গোসলখানা দেওয়া হবে। সেজন্য কিছু অফিস খরচ লাগবে। ৬০ হাজার টাকার জিনিস পেলে কিছু দিতেই হবে। সাধারণ লোকদের এসব লোভনীয় কথা বলে ইউপি সদস্য শাহজাহান কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

উপকারভোগী রবিরন বেগমের সাথে কথা হলে জানা যায়, পাকাঁ ল্যাট্রিন দিবে বলে মেম্বার ৬ হাজার টাকা নিয়েছে। কাজ করার পর আরোও বাড়তি টাকা দাবি করছে। তখন রবিরন বেগম বলেছে আমার ল্যাট্রিন লাগবেনা, টাকা ফেরত দাও।

রোকনা নামে আরেক উপকারভোগী নামে ভুক্তভোগী জানান,তার থেকেও ৬ হাজার টাকা নিয়ে ল্যাট্রিন দিয়েছে শাহজাহান মেম্বার।

ওই এলাকার নওশাদের স্ত্রী মুসলিমার নিকট থেকেও ৪ হাজার টাকা নিয়েছে ল্যাট্রিন দেয়ার কথা বলে।

নুরজামালের স্ত্রী জানান,আমাদের ল্যাট্রিন দিতে মেম্বার ৫ হাজার টাকা নিয়েছে। যখন নাম দিছে তখন বলছে পাকাঁ ল্যাট্রিন দিবে।

শহীদুল নামে স্থানীয় এক ব্যক্তি বলেন,যাদের ল্যাট্রিন দিয়েছে তাদের থেকে শাহজাহান মেম্বার টাকা নিয়েছে এমন কথা শুনেছি।

মিনা নামে এক অসহায় নারী বলেন,আমার নিকট ৫হাজার টাকা চেয়েছিলো।টাকা দিতেও পারি নাই।আমাকে ল্যাট্রিনও দেয় নাই।

অভিযুক্ত ইউপি সদস্য শাহজাহানের সাথে কথা হলে জানান,মিথ্যা কথা বলে লাভ নাই। ল্যাট্রিন প্রতি কিছু টাকা নিয়েছি।সমস্যা কইরেন না।আপনাদের (সাংবাদিকদের) সাথে দেখা করমু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম আলমগীর হোসেন জানান, অনৈতিক লেনদেন হয়ে থাকলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ