
মুন্সীগঞ্জের সিরাজদিখানে সরকারী পিস ঢালাই রাস্তার পাশে প্রভাব খাটিয়ে রাস্তা দখল করে বাড়ীর প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার শেখরনগার ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকার নুসু মৃধার ছেলে সুমন এর বিরুদ্ধে।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, শেখরনগার ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে প্রবেশের প্রধান সরকারি রাস্তার জায়গা দলখ করে সীমানা প্রাচীর নির্মাণের জন্য পিলার স্থাপন করেছেন মোঃ সুমন।
সরকারি নিয়ম অনুযায়ী রাস্তার দুইপাশে তিন ফুট করে জায়গা রেখে সীমানা প্রাচীর ও ব্যক্তি মালিকানা স্থাপনা নির্মাণের নিয়ম থাকলেও অভিযুক্ত মোঃ সুমন সরকারি নিয়ম নীতির কোন তোয়াক্কাই করছেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন বলেন, তারা খুব প্রভাবশালী। তারা এলাকার কারো কথা শোনে না। তাদেরকে আমরা বলেছিলাম রাস্তা থেকে একটু জায়গা রেখে তারা যেন দেয়াল নির্মাণ করে কিন্তু তারা করেনি।
এ বিষয়ে সুমন এর পিতা নুসু মৃধার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা আমাদের যায়গায় দেয়াল নির্মাণ করছি। ভূমি অফিসের লোকজন এসেছিলো। আমরা নিয়মের মধ্যেই আছি। আমরা কোন অনিয়ম করিনি।
এ বিষয়ে শেখরনগার ইউনিয়নের ভূমি অফিসের সহকারী কর্মকর্তা বুলবুল হোসেন মোল্লা এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে সরজমিনে গিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছি।