ঢাকা, মঙ্গলবার, ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নওগাঁয় রাতের অন্ধকারে সড়কে পথরোধ করে দুটি মোটরসাইকেল ছিনতাই
খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে:এমপি প্রার্থী রাশেদুল আলম সবুজ
বেতাগীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক দ্বিতীয় রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন
জীবননগরে ৭ কোটি ২২ লাখ টাকার বাজেট ঘোষণা
আমতলীতে স্কুলের ওয়াল ভেঙ্গে নির্মান সামগ্রী চুরি
ঘোড়াঘাটে সেনাক্যাম্প স্থাপনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ঘোড়াঘাটে সেনাবাহিনীর বিনামূল্যে চিকি ৎসা সেবা ও খাদ্য সামগ্রী বিতরণ
জলঢাকায় দারিদ্র্য বিমোচনে সামাজিক নিরাপত্তা সেমিনার
শেরেবাংলা নগর থানায় নতুন ওসি
শ্যামনগরে নারী কৃষকদের দক্ষতা উন্নয়নে জলবায়ু সহনশীল কৃষি প্রশিক্ষণ
বংশালে পেট্রল ঢেলে বাসে আগুন, গ্রেফতার ৩
মোরেলগঞ্জে উপজেলা পর্যায় ইভলভ্’র কর্মশালা অনুষ্ঠিত
ছিনতাইকারী আখ্যায় চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া মতিউর সম্পর্কে অজানা তথ্য
মোরেলগঞ্জে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন
নাইক্ষ্যংছড়িতে ১৪টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

হাতিরঝিলে ৪০ কেজি গাঁজা-কাভার্ডভ্যানসহ গ্রেফতার ৪

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ৪০ কেজি গাঁজা ও একটি কার্ভাডভ্যানসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-মিরপুর বিভাগ।

গ্রেফতারকৃতদের নাম-মো.বাদল (৪২),মো.শান্ত (১৯), সাইফুল ইসলাম লিটন (৩৮) ও মো.গিয়াস উদ্দিন (৩৮)।

সোমবার (৯ ডিসেম্বর ) বিকেলে হাতিরঝিল থানার শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার টিম।

সোমবার (৯ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

ডিবি-মিরপুর বিভাগ সূত্রে জানা যায়,হাতিরঝিল থানার শহীদ তাজউদ্দিন আহমেদ সরণির বড় মগবাজার তালতলা গলির সামনে (দিলু মসজিদের বিপরীতে) পাকা রাস্তার উপর কতিপয় মাদক কারবারী গাঁজা বিক্রয়ের জন্য কার্ভাডভ্যানসহ অবস্থান করছে মর্মে সংবাদ পাওয়া যায়। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে গোয়েন্দা-মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার টিম। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয় এবং কার্ভাডভ্যানটি আটক করা হয়। পরে কার্ভাডভ্যানটি তল্লাশি করে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত কার্ভাডভ্যানটিও জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন জায়গা থেকে গাঁজাসহ অন্যান্য অবৈধ মাদক সংগ্রহ করে ঢাকা মহানগরের হাতিরঝিল এলাকাসহ বিভিন্ন স্থানে বিক্রয় করতো। তারা বিক্রয়ের উদ্দেশে উদ্ধারকৃত গাঁজা তাদের হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ