
নড়াইলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে।সোমবার (৯ ডিসেম্বর) জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র্যালী, আলোচনাসভা ও জয়িতাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালী শুরু হয়ে সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্টিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়নার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মৌসুমী রানী মজুমদার প্রমূখ। আলোচনাসভা শেষে জেলা পর্যায়ে ৫ জন ও উপজেলা পর্যায়ে ৫ জন জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় বিভিন্ন শ্রেনীপেশার মানুষসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।