প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ১:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০২৪, ১২:৩৮ অপরাহ্ণ
কালিগঞ্জ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও আলোচনা সভা

আলমগীর হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা" গড়বে আগামীর শুদ্ধতা" এই প্রতিবাদ্য কে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবের হলরুমে,
উক্ত সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান এর সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্ছুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা নিবার্হী অফিসার অনুজা মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি অফিসার অমিত কুমার বিশ্বাস, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মানবিকা শিল,সাংবাদিক আনোয়ার হোসেন, অধ্যাপক গাজী আজিজুর রহমান, এ্যাডভোকেট জাফর উল্লাহ, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক শেখ নাজমুল হোসেন, ইলাদেবী মল্লিক, প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক গাজী মিজানুর রহমান, উপজেলা ইমাম সমিতির সদস্য মাওঃ আসাফুল ইসলাম, ছাত্র সমন্বয় আমির হামজা, সহ শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, সুশীল সমাজ, রাজনৈতিক বিন্দু উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন বর্তমান তারুণ্যের জে একতা দেখেছি আমারা সবাই মিলে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি তাহলে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কেহ দুর্নীতি করতে পারবে না।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.