
৮ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া পাকিস্তানি হানাদার মুক্ত দিবস উপলক্ষে কবি ও কবিতা বিষয়ক সংগঠন “কবির কলম” এর উদ্যোগে আলোচনা সভা, কবিতা পাঠ ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা প্রদান করা হয়। একাত্তরের রণাঙ্গনের সাহসিকতার বাতিঘর, কিশোর মুক্তিযোদ্ধা আবু সালেক (বীর প্রতীক) কে সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আবদুল মান্নান সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, গীতিকার ও পত্রিকা সম্পাদক ইব্রাহিম খান সাদাত, রবীন্দ্র সংগীত শিল্পী, কবি ও শিক্ষক আবদুর রহিম, কবি হুমায়ুন কবির ভূইয়া, তরী বাংলাদেশ এর সভাপতি শামীম আহমেদ ভূইয়া, অংকুর শিশু কিশোর সংগঠনের সভাপতি আনিসুল হক রিপন, কবি মাশরীকি শিপার, কবি রোদ্র মোহাম্মদ ইদ্রিস, সমাজসেবী ও কবি আজিজা সোপান, কবি ইউনুস আহমেদ, কবি গোলাম মোস্তফা, সমাজসেবী কুহিনূর আক্তার, সংগীত শিল্পী শাহাদাত হোসেন সোহেল, কবির কলম এর সিনিয়র সহ-সভাপতি ফাহিম মুনতাসির, তরী বাংলাদেশ এর সোহেল আহমেদ, আজকের সংস্কৃতির সভাপতি মোস্তফা জাফরি হামীম, সোনালী সকালের সদস্য জাহিদ, মুবিন, নৃত্যশিল্পী জয় সহ একঝাঁক আবৃত্তি শিল্পী। কবির কলম এর সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল মতিন শিপনের সঞ্চলনায় অনুষ্ঠানটি শহিদ ধীরেন্দ্রনাথ ভাষা মঞ্চে অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা কবির কলম কে ধন্যবাদ জানিয়ে বলেন, একটা সময় দিনব্যাপী এ চত্বরে হানাদার মুক্ত দিবসের কর্মসূচি পালন হতো, এবার এমন কিছু চোখে না পরলেও কবির কলমের আয়োজনটি সে ধারাবাহিকতা বজায় রেখেছে। সংবর্ধনা প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আবু সালেক (বীরপ্রতিক) মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে সভায় আলোচনা করেন। উল্লেখ্য যে তিনি কিশোর মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত।