
মো:- নজরুল ইসলাম উজ্জ্বল ভিসেন্জা প্রতিনিধি ইতালি:
ভিসেন্জা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কে শুভেচ্চা ও জিয়া প্রজন্ম দল (জেড,পি,ডি) কেন্দ্রীয় কমিটি গঠন ভিসেন্জা বিএনপি আন্তর্জাতিক বিষয়ক ম্পাদক ও সমন্বয়ক বহির্বিশ্বের পদে পদন্নতি করা হয়েছে। ভিসেন্জা যুব দলের প্রধান উপদেষ্টা “ইমরান খান” কে জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক পদে পদন্নতি করা হয়েছে।
দলের সাংগঠনিক কর্মকান্ডে খুশি হয়ে, পারভীন কাওসার মুন্নী চেয়ারম্যান জিয়া প্রজন্মদল কেন্দ্রীয় কমিটি ও মোঃ সারোয়ার হোসেন রুবেল প্রতিষ্ঠাতা ও মহাসচিব জিয়া প্রজন্মদল কেন্দ্রীয় কমিটি, জাতীয়তাবাদ এর চেতনায় উজ্জিবিত হয়ে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ হৃদয়ে ধারণ করে, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে চলমান দেশ ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে, সক্রিয় ভূমিকা পালন দলকে গতিশীল ও উজ্জীবিত করবেন। এই আনন্দে গণমুহুর্তকে স্মরণ করে রাখার জন্য ভিসেন্জা বি,এন,পি ও যুব দলের উদ্যোগে ফুল দিয়ে তাদের কে বরন করেন। এসময় এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভিসেন্জা বি,এন,পির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক “কাজী সাত্তার”ভিসেন্জা বি,এন,পির উপদেষ্টা মন্ডলীর সদস্য খবির খন্দকার ভিসেন্জা বি,এন,পির উপদেষ্টা মন্ডলীর সদস্য “রফিকুল ইসলাম মান্না” ভিসেন্জা বি,এন,পির সহ সভাপতি “আব্দুল্লাহ আল মামুন”ভিসেন্জা বি,এন,পির সহ সভাপতি “জাফর আহমেদ”ভিসেন্জা বি,এন,পির সহ সভাপতি “কামাল মাঝি ভিসেন্জা যুবদলের সভাপতি “ইমতিয়াজ প্রিন্স সাবেক ছাত্র নেতা মামুন খান, ভিসেন্জা বি,এন,পির সহ সভাপতি “ইদ্রিস আলি”ভিসেন্জা যুবদল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক “মিহাদ হাসান নয়ন ভিসেন্জা বি,এন,পির মহিলা সম্পাদিকা “নুসরাত জাহান মুনাভিসেন্জা যুবদলের সাংগঠনিক সম্পাদক “মিল্টন আহমেদ” ভিসেন্জা যুবদলের সহ সভাপতি “ সোহেল সারেং ভিসেন্জা যুব দলের সম্মানিত সদস্য ১ নং “খন্দকার জাকির” ভিসেন্জা বি,এন,পি নেতা নজরুল ইসলাম উজ্জাল,জাহান্গির আলম,আনিসুর রহমান,শরিফ হোসেন , মীর ইসমাইল,পারভেজ চৌধুরী প্রমুখ।