
সরাইল উপজেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রবিবার ৮ ডিসেম্বর পাকিস্তানি হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেই মুক্তিযোদ্ধারা বিজয় লাভ করে এবং সরাইলবাসী স্বাধীনতার স্বাদ পায়।
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১১টায় উপজেলা কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মোশারফ হোসাইন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সিরাজুম মুনীরা কায়ছান, উপজেলা কৃষি কর্মকর্তা মো: একরামুল ইসলাম, সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো: আনিছুল ইসলাম ঠাকুর, সাবেক সাধারণ সম্পাদক মো: আনেয়ার হোসেন মাস্টার, উপজেলা জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মো: এনাম খান, সরাইল বিকাল বাজার ব্যবসায়ি সমিতি সভাপতি মাও: কুতুব উদ্দিন, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা কর্মকর্তা বিউটি আক্তার সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সরাইলবাসীর ভূমিকা এবং পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে শহীদ হওয়া মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণ করেন। বক্তারা বলেন, দীর্ঘদিন যুদ্ধের পর এই দিনে সরাইল হানাদার মুক্ত হওয়ার পর মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের মাঝে এক অভূতপূর্ব আনন্দের সৃষ্টি হয়েছিল। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোশারফ হোসাইন তার বক্তব্যে বলেন, “আমরা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। এই দিনটি আমাদের জন্য শুধুমাত্র একটি বিজয়ের দিন নয়, এটি স্বাধীনতার মর্মকে উপলব্ধি করার দিন।”