
সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো.জাহাঙ্গীর আলম চৌধুরী।
রবিবার (৮ ডিসেম্বর) বিকেলে বিজিবি সদর দফতরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুনর্বাসন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সীমান্তবাসীদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের উদ্বেগের কোনো কারণ নেই। সীমান্ত এলাকায় নিরাপত্তা দিতে বিজিবি সব সময় প্রস্তুত আছে।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিজিবি দেশের অভ্যন্তরেও কাজ করবে, বর্ডারেও কাজ করবে।
তিনি জানান, বিএসএফের পক্ষ থেকে যদি কোন উত্তেজনা কিংবা অন্যরকম কিছু ছড়ানো হয় তবে সেটা বিজিবি প্রতিহত করবে। সে রকম নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে, অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিজিবি দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। সীমান্তে পালানোর চেষ্টা করা বিতর্কিত ব্যক্তিদের গ্রেফতার, চোরাচালান প্রতিরোধ করেছে। নতুন বাংলাদেশ বিনির্মাণে বিজিবিকে সহযোগী হতে আহ্বান জানান তিনি।
তিনি জানান, আহতদের চিকিৎসায় সরকারের কোষাগার থেকে যত টাকা লাগে খরচ করা হবে। কারণ তাদের সাথে নিয়ে দেশ এগিয়ে যাবে।
এসময় মৎস উপদেষ্টা ফরিদা আকতার বলেন, হাসিনা আসবে গণহত্যার আসামি হয়ে। আদালতের কাঠগড়া ছাড়া বাংলাদেশের কোথাও তার জায়গা হবে না।
ডিআই/এসকে