
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জের বজরা কঞ্চিবাড়িতে সার পাচারকালে ১৭০ বস্তা সার বোঝাই ট্রাকসহ দুইজনকে আটক করেছে স্থানীয়রা। আটককৃত সারের মধ্যে টিএসপি ১০০ বস্তা ও ৭০ বস্তা এমওপি (পটাস) সার রয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার বজরা কঞ্চিবাড়ি থেকে সার ডিলার আনারুল ইসলামের গোডাউন থেকে ১৭০ বস্তা সার ট্রাক যোগে অন্যত্র নিয়ে যাবার সময় কঞ্চিবাড়ি মাষ্টারের মোড়ে ট্রাকটিকে আটক করে শান্তুসহ স্থানীয়রা। পরে সার বোঝাই ট্রাকটি কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদ ভবনে নিয়ে যাওয়া হয়। এসময় সার ডিলারের ম্যানেজার মাহিন ও রহমত আলীকে আটক করা হয়। খবর পেয়ে সুন্দরগঞ্জ এসিল্যান্ড মাসুদার রহমান ঘটনা স্থলে এসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সার ডিলারের ম্যানেজার মাহিন ও রহমত আলীকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেন।