
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: আওয়ামী সন্ত্রাসীদের হামলায় পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক ফারুক হোসেনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে এবং তার তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে পাঁচবিবি উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে আজ রবিবার বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল।পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকির সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী,পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু হাসনাত মন্ডল হেলাল, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু,থানা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের,বিএনপি নেতা প্রভাষক আহসান হাবিব, উপজেলা যুবদলের নেতা নয়ন প্রধান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জনাব রহমান জনি,উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম নয়ন,থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুজ্জামান মন্ডলু,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির,সদস্য সচিব হাসানুর রহমান রাব্বি,নিহতের পিতা শহিদুল ইসলাম,খালাতো ভাই শফিকুল ইসলামসহ যুবদল,ছাত্রদল, কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ । বক্তারা অবিলম্বে আওয়ামী সন্ত্রাসী ছাত্রলীগের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শেষে ছাত্রনেতা ফারুকের রুহের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।