
মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ভাতিজার ছুরিকাঘাতে আহত চাচা ◌্অহেদ আলীর ( ৫৫) হাসপালে মৃত্যূহয়েছে। পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়,দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ১ নং বুলাকীপুর ইউনিয়নের কলাবাড়ী গ্রামের চাচা ◌্অহেদ আলী ( ৫৫) ও বড় ভাই আফজাল হোসেনের ছেলে ভাতিজা ফরিদুল ইসলাম (২৫) এর মধ্যে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। গত ২৮ নভেম্বর রাত আনুমানিক ৯ টার সময়চাচা বাড়ীর সদর দরজার সামনে রাস্তায় বসে ছিল।এরই জের ধরে ভাতিজা ফরিদুল ইসলাম চাচা ◌্অহেদ আলীর চোখে র্টচ লাইটের আলো ধরে বিরোক্ত করে।
চাচা লাইটের আলো ধরতে নিষেধ করে। চাচা ভাতিজার মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক র্পযায়ে ভাতিজা ফরিদুল চাচার পেটের মধ্যে ধারালো ছুরি বসিয়ে দেয়। করে রক্তাক্ত জখম করে তখন চাচা ◌্অহেদ আলীর চি কার দিয়ে মাটিতে পড়ে গেলে আশেপাশে থাকা লোকজন ছুটে এসে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্ভতি করে দেয়।তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় র্কতব্যরত চিকিৎসক প্রাথমিক চিকি সা প্রদান করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। চিকি সাধীন অবস্থায় শনিবার (৭ ডিসেম্বর) ভোর ৬ টার সময়সে মারা যায়। ঘোড়াঘাট থানার অফিসার ইনর্চাজ (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এবিষয়ে নিহতের বড় ছেলে জাকেরুল ইসলাম বাদী হয়ে ঘাতক ফরিদুলসহ ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। তিনি আরও বলেন, আসামি পালাতক রয়েছে গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত আছে।