
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপির সম্মেলন গতকাল শনিবার (৭ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপির সম্মেলনে শেষে কেন্দ্রীয় বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মো. শামীম, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান ও সদস্যসচিব সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন। সম্মেলন
অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের পর স্থানীয় ইন্ডাটিয়াল স্কুলে ৩টি পদে নির্বাচন হয়।
সভাপতি পদে বিএনপির ৫ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
অ্যাডভোকেট তারেকুল ইসলাম খান রোমা ৪০৪ ভোট পেয়ে তার
নিকটতম প্রতিদ্ব›দ্বী মোঃ জহিরুল ইসলাম লিটন পেয়েছেন ১২৩ ভোট।
স¤পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আলমগীর হোসেন, তিনি পেয়েছেন ৫১০ ভোট। তার প্রতিদ্ব›দ্বী মোঃ রহিম উদ্দিন রায়হান পেয়েছেন ৭৮ ভোট।
মোঃ সালাহ উদ্দিন আহমেদ ৪৬৩ ভোট পেয়ে সাংগঠনিক স¤পাদক নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মোঃ শাহীন আনসারী (শাহনূর) পেয়েছেন ১০৮ ভোট। তিনজন বিজয় বলে ঘোষণা করা হয়।