
কুড়িগ্রামের উলিপুরের হৃদরোগে আক্রান্ত হয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পান্ডুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম (৫০) মৃত্যু বরন করেছেন (ইন্না…রাজিউন)। শনিবার (৭ ডিসেম্বর) সকালে ওই ইউপি চেয়ারম্যান অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য ঢাকার মুগদা মেডিক্যাল কলেজ হাসপতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও পান্ডুল ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। বৃহস্পতিবার উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ঢাকায় গিয়ে তার নিকট আত্মীয়ের বাসায় ওঠেন। শনিবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি রংপুর জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
তার মৃত্যুতে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রহমান, উলিপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আতিয়ার রহমান মুন্সী, উপজেলা ইউনিয়ন পরিষদ সমিতির সভাপতি মোখলেছুর রহমান, পান্ডুল ইউপি সদস্য জয়নাল আবেদীন পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্যক গুনগ্রাহী রেখে গেছেন। তার প্রথম নামাজে জানাযা শনিবার রাতে রংপুরে ও রোববার সকালে তার নিজ এলাকা পান্ডুলে অনুষ্ঠিত হবে বলে স্বজনরা জানান।