প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ১০:০১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৪, ৬:৪৪ অপরাহ্ণ
কালিগঞ্জের রতনপুর কৃষক সমাবেশ অনুষ্ঠিত

আলমগীর হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ের কৃষক-কৃষাণীদের সমাবেশ অংশ হিসাবে কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকালে রতনপুর ফুটবল মাঠে ইউনিয়ন কৃষকদের উদ্যোগে আয়োজিত সমাবেশে ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক বাবলুর রহমান সরদার এর সভাপতিত্বে প্রধান অতিথির, বক্তব্যে রাখেন সাতক্ষীরা ৪ আসনের সাবেক এমপি ও জাতীয় নিবার্হী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড: আব্দুস সালাম খান, কেন্দ্রীয় সহ-সমবায় সম্পাদক এড্য মাহমুদুল আলম শাহীন, সদস্য এ্যাডঃ রমিজউদ্দীন রুমি, সাতক্ষীরা জেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দীন লিটন, সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম রবি, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান, প্রমুখ।
এ সময় আরো উপস্থিত কৃষক দলের সদস্য সচিব আরিফুর রহমান ছোটন, সিনিঃ যুগ্ন আহ্বায়ক কামরুজ্জামান, শরিফুল হালদার, আবুল হোসেন, আমিরুল ইসলাম, ইদ্রিস আলী, আহ্বায়ক মুরশিদ আলী, সদস্য সচিব মারুফ বিল্লাহ, সিনিঃ যুগ্ন আহ্বায়ক শাহাজান আলী, প্রমুখ।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.