
গাইবান্ধা সুন্দরগঞ্জ প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জে কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদে সুন্দরগঞ্জ পূর্বাঞ্চলে প্রস্তাবিত উপজেলা বাস্তবায়নের দাবীতে শনিবার ( সাতই ডিসেম্বর) কঞ্চিবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান জনাব আলহাজ্ব মানোয়ার আলম সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্যানেল চেয়ারম্যান তাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন চন্ডিপুর ইউপি চেয়ারম্যান মেহেদি মোস্তফা মাসুম, প্রধান শিক্ষক মাসুদার রহমান লিটন, অবসরপ্রাপ্ত শিক্ষক সাইফুল ইসলাম, সুলতানুল আশরাফ লিটন ডাঃ কোরবান, সুপার শহিদুল ইসলাম, শিক্ষক ফজলে রাব্বী মন্ডল, মোয়াজ্জেম হোসেন তানজু, আলহাজ্ব জামিউল সরকার, ইউশা আহমেদ তালহা, কবি ও সাংবাদিক সাইফুল আকন্দসহ আরও অনেকে।সভায় সর্বসম্মতিক্রমে আলহাজ্ব মনোয়ার আলম সরকারকে কঞ্চিবাড়ি উপজেলা বাস্তবায়ন কমিটির সভাপতি নির্ধারণ করা হয়। সভায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজনেরা উপস্হিত ছিলেন।