
পঞ্চগড়ে ট্রাক্টর দিয়ে জমি চাষের সময় ট্রাক্টরের নিচে পড়ে সাফিন নামের এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা সদরের সদর ইউনিয়নের বলেয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাফিন একই গ্রামের আবু জিন্নাত সুমনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে বলেয়াপাড়া গ্রামের আব্দুল মজিদের জমিতে ট্রাক্টর দিয়ে জমি চাষ করা হচ্ছিল। জুমআর নামাজ পড়ে বাড়িতে এসে সাফিন গিয়ে ট্রাক্টরের হালের ওপর চড়ে বসে। এক সময় সে পা পিছলে হালের নিচে পড়ে গেলে তার মৃত্যু হয়। তারা জানান, ট্রাক্টরের চালক পেছনের দিকে না তাকিয়ে জমি চাষ করতে থাকে। এ সময় আশপাশের লোকজন দেখতে পেয়ে চিৎকার করতে থাকলে চালক ট্রাক্টর রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা জমি থেকে শিশু সাফিনের ছিন্নভিন্ন মরদেহ বাড়িতে নিয়ে আসে। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ শিশু সাফিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।