
পটুয়াখালীর দুমকি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন এর সাথে দুমকি প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ।
শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় অফিসার ইনচার্জের অফিস রুমে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, দুমকি থানা ওসি তদন্ত মোঃ শফিউর রহমান, দুমকি প্রেসক্লাবের (ভারপ্রাপ্ত) সভাপতি এশিয়ান টেলিভিশনের দুমকি প্রতিনিধি আবুল হোসেন , সাধারণ সম্পাদক দৈনিক সমায়ের আলো পত্রিকার দুমকি প্রতিনিধি কাজী বেল্লাল হোসেন দুলাল , সহ-সভাপতি দৈনিক সমকাল পত্রিকার দুমকি প্রতিনিধি এবাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাব ও দৈনিক দিনকাল পত্রিকার দুমকি প্রতিনিধি সাইদুল রহমান খান, দৈনিক যুগান্তর পত্রিকার দুমকি প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক দৈনিক সংবাদ পত্রিকার দুমকি প্রতিনিধি জাহিদুল ইসলাম ,প্রচার সম্পাদক দৈনিক প্রতিদিনের সংবাদ ও দৈনিক গণকন্ঠ পত্রিকার দুমকি প্রতিনিধি কাজী জুবায়ের ইসলাম সোহান , কার্যনির্বি সদস্য দৈনিক কালের কন্ঠ প্রত্রিকার দুমকি প্রতিনিধি স্বপন কুমার দাস সহ প্রেসক্লাবের বিভিন্ন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে দুমকি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন বলেন, দুমকিকে একটি সন্ত্রাস, দালাল ও মাদক মুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।