জাতীয় "দৈনিক আজকের সংবাদ" পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং রূপসা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এস এম আবু সাঈদ এর পিতা রূপসার নৈহাটী গ্রামের বাসিন্দা আলহাজ্ব আব্দুস সোবহান (৮৮) আজ ৬ নভেম্বর ভোর ৪টা ৪০ মিনিটে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)।
মরহুমের প্রথম নামাজে জানাজা আজ শুক্রবার জুম্মাবাদ নৈহাটি খোড়ার বটতলা সম্মিলিত ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বাগমারা দারুস সালাম জামে মসজিদ প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। প্রথম জানাজা নামাজে ইমামতি করেন নৈহাটি বাইতুন নূর জামে মসজিদের ঈমাম তৌহিদুল ইসলাম কচি। দ্বিতীয় জানাজায় ইমামতি করেন মরহুমের নাতী হাফেজ ফাতিম ফুয়াদ। এ সময় জানাজা নামাজে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি'র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সাবেক জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু, জুলফিকার আলী খান জুলু, মোল্লা খায়রুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, বটিয়াঘাটা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: আবু বকর মোল্লা,প্রিয়াম এক্সপোর্ট লিমিটেডের চেয়ারম্যান আকতার হোসেন খান, ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের, সুন্দরবন পশ্চিম বন বিভাগের ফরেস্ট রেঞ্জার ফজলুল হক, রূপসা বাস মিনিমাস মালিক সমিতির আহবায়ক মো: মহিউদ্দিন শেখ, সদস্য আনারুল মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নাসির উদ্দিন শেখ, বাগমারা দারুস সালাম জামে মসজিদের খতিব মুফতি আনিসুর রহমান, দারুর রহমত জামে মসজিদের সাবেক সভাপতি আলহাজ্ব মো: মুজিবর রহমান, রূপসা প্রেসক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান, রূপসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম আসাদ, রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক খান আব্দুল জব্বার শিবলী,সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান, সামসুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী, আল আকসা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মিজানুর রহমান, পূর্ব রূপসা বাজার বণিক সমিতির আহবায়ক মীর ফিরোজ, সদস্য সচীব খায়রুল ইসলাম খোকন, শ্রমিকদল নেতা ইউনুস গাজী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্য মো: নাজিম উদ্দীন, নৈহাটি ইউনিয়ন জামাতের আমির মাওলানা মহিউদ্দিন, সেক্রেটারি মোঃ আজিম উদ্দিন, নায়েবে আমির মোহাম্মদ মুজিবুর রহমান, ফরেষ্ট গার্ড মোঃ মনির হোসেন, রূপসা প্রেসক্লাবের সহ-সভাপতি আঃ কাদের, সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ প্রিন্স, সদস্য আবু হারুন-অর রশিদ, হাসানুজ্জামান মনি, নাঈমুজ্জামান শরীফ, তুরান মল্লিকসহ সাধারণ মুসল্লীগণ। এছাড়া সাংবাদিক আবু সাঈদের পিতার মৃত্যুর খবর তার বাড়ীতে ছুটে যান রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি তরুণ চক্রবর্তী বিষ্ণু, সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, চন্দন ভট্টাচার্য্য, চিত্তরঞ্জন সেন প্রমূখ।