
কুমিল্লার লাকসাম খুন্তা ফাউন্ডেশনের উদ্যোগে “যে দামে ক্রয় এর চেয়ে কম দামে বিক্রি” অস্থায়ী কেন্দ্র পরিদর্শন করেন- লাকসাম ইউএনও কাউসার হামিদ।
শুক্রবার(৬ ডিসেম্বর) সকাল ৯টায় খুন্তা পশ্চিমপাড়া মাদ্রাসা সংলগ্ন মুদ্দাফরগঞ্জ রাস্তার সাথে প্রতি শুক্রবারের ন্যায় খুন্তা ফাউন্ডেশনের উদ্যোগে “যে দামে ক্রয় এর চেয়ে কম দামে বিক্রি” অস্থায়ী কেন্দ্র পরিদর্শন করেন- লাকসাম ইউএনও কাউসার হামিদ।
খুন্তা ফাউন্ডেশন- প্রতি শুক্রবার “যে দামে ক্রয় এর চেয়ে কম দামে বিক্রি” ১কেজি তেল-১৭০, ১কেজি পিঁয়াজ -৮৫ টাকা,১ কেজি শিম-৪০ টাকা,৫০০ গ্রাম ডাল-৫৫ টাকা, ১কেজি আলু-৬০ টাকা, ১ কেজি আটা-৪০ টাকা।
এ-সময় উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা ইউএনও কাউসার হামিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা-দেলোয়ার হোসেন, খুন্তা ফাউন্ডেশনের সভাপতি- ওমর ফারুক, সাধারণ সম্পাদক- বদিউল আলম সহেল,সহ সভাপতি শাহ নুর রনি,প্রফেসর মমিনুল ইসলামসহ ফাউন্ডেশনের সকল সদস্যবৃদ।
ইউএনও কাউসার হামিদ বলেন, আপনাদের কে সাধুবাদ জানাই, আপনারা এতো সুন্দর একটি মহৎ উদ্যােগ হাতে নিয়েছেন। আমি মনে করি সমাজের সকল যুবসমাজের উচিৎ এ উদ্যোগ গ্রহণ করা।
আর আজ থেকে খুন্তা গ্রাম থেকে পলিথিন ব্যাগ বর্জন করা শুরু। কোথাও যদি কেউ মাদক বিক্রি করে আমাকে জানান,আমাকে নাম দেন আমি তাদের আটক করবো।
খুন্তা ফাউন্ডেশনের সভাপতি- ওমর ফারুক বলেন, আমরা খুন্তা ফাউন্ডেশন সবসময় অসহায় মানুষের সাথে ছিলাম, আছি থাকবো। আমাদের উদ্যােগে সমাজের সকল যুবসমাজের যুবকদের কে নিয়ে, সামাজের সকল অন্যায় অত্যাচার ও মাদকের বিরুদ্ধে কাজ করবে,ইনশাআল্লাহ।